Search
Close this search box.
Search
Close this search box.

Sonyব্যবসায় সুবিধা করতে না পেরে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে থেকে সরে যাবে সনি মোবাইল। তবে সনির অন্যান্য পণ্য বিক্রি থাকবে অব্যাহত। এ দুটি বাজারে ফোন বিক্রি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।

এর ফলে আগামী অক্টোবরের মধ্যেই ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ করে দেবে সনির মোবাইল শাখা।সনি কখনোই বাজেট বা মাঝারিমূল্যের ফোনের বাজার ধরতে পারেনি। আফ্রিকায় বিক্রি হওয়া স্মার্টফোনের সিংহভাগই বাজেট ফোনের কাতারে। ফ্ল্যাগশিপ ফোনের বাজারেও সনি তাদের পুরাতন ডিজাইন আর ব্র্যান্ডের ভ্যালু বাড়াতে না পারায় নিজেদের জায়গা করতে পারেনি।

চীনা ফোন নির্মাতা, স্যামসাং ও অ্যাপলের মত জায়ান্টদের কাছে মধ্যপ্রাচ্যের বাজারটি হারিয়েছে সনি।ব্যবসা বন্ধের খবরটি দিয়েছেন স্বনামধন্য প্রযুক্তি রিপোর্টার ইভান ব্লাস। তিনি বরাবরই বড়সড় খবরগুলো নির্ভুলভাবে আগেই ফাঁস করে থাকেন। এবারও সম্ভবত ব্যতিক্রম হবে না। সনির অবস্থান স্মার্টফোন বাজারে একেবারেই নাজুক, হতে পারে এ বছর থেকেই তারা অন্যান্য দেশ থেকেও ব্যবসা গোটাবে।