সৌদিতে নিহত শাহ আলমের বাড়িতে শোকের মাতম

sahalamসৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের শাহ আলমের বাড়িতে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার (০৫ জুলাই) সকালে শাহ আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠছে এলাকার পরিবেশ। সন্তান হারিয়ে পাগল প্রায় নিহতের মা-বাবা। মুর্ছা যাচ্ছেন বার বার।

শাহ আলমের দিনমজুর বাবা শাহেন উদ্দিন মোল্ল্যা কেঁদে কেঁদে বলেন, বিভিন্ন এনজিও থেকে তিন লাখ এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার দেনা করে সাত লাখ টাকা খরচ করে শাহ আলমকে আট মাস আগে বিদেশ পাঠিয়ে ছিলাম। এখন পর্যন্ত কোন টাকা সে পাঠাতে পারেনি। এখন কী করবো কিছুই বুঝতে পারছি না।

নিহত শাহ আলমের বাড়িতে মাম-বাবা, বউ ও আকাশ নামে দুই বছরের একটি ছেলে রয়েছে।

সৌজন্যে- বাংলানিউজ