আর একটু হলেই মুখোমুখি ধাক্কা লেগে মাঝ আকাশে টুকরো টুকরো হয়ে যেত যাত্রী বোঝাই দুটি বিমান। শেষ পর্যন্ত এয়ার ট্র্যাফিক কণ্ট্রোলের তত্পরতায় দুর্ঘটনা এড়ানো যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ভারতের দুটি বিমানের ৩৩০ যাত্রী। গত মঙ্গলবার বেঙ্গালুরুর আকাশে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। দুই বিমানই ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের।
ইন্ডিগোর একটি বিমান যাচ্ছিল কোয়েম্বাটোর থেকে হায়দ্রবাদ এবং অন্য বিমানটি যাচ্ছিল বেঙ্গালুরু থেকে কোচিন। হায়দ্রবাদগামী বিমানটিতে ১৬২ জন যাত্রী ছিলেন এবং কোচিনগামী বিমানটিতে ১৬৬ জন যাত্রী ছিলেন। এক সময়ে দুটি বিমান পরস্পরের ২০০ ফুটের মধ্যে চলে আসে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল এলার্ম বাজিয়ে শেষ মুহূর্তে দুই বিমানের পাইলটদের সতর্ক করে দুর্ঘটনা এড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড।
সূত্র: এই সময়




































