Search
Close this search box.
Search
Close this search box.

জ্যাক ম্যাকে পেছনে ফেলে এশিয়ার সেরা ধনী এখন মুকেশ আম্বানি

mukesh-ambani-jackএশিয়ার সেরা ধনীর তালিকায় নাম লেখাতে সক্ষম হয়েছেন ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তিনি আলিবাবা গ্রুপের কর্ণধার জ্যাক ম্যাকে পেছনে ফেলে এই সেরার খ্যাতি অর্জন করলেন।

আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩০ কোটি ডলার। কারণ ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্টিজের শেয়ারের দর শুক্রবার ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ফলে তা এক হাজার ৯৯ টাকা ৮০ রুপিতে উঠে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

chardike-ad

কেন বাড়ছে আম্বানির সম্পদ: টেলিযোগাযোগ কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকমের সাফল্যে বিনিয়োগকারীরা উল্লসিত, বাজারে নতুন আসা আলোড়ন সৃষ্টি করে। চলতি মাসের শুরুতে ২১ কোটি ৫০ লাখ টেলিযোগাযোগ গ্রাহক ই-কমার্স প্রসারে কাজে লাগানোর পরিকল্পনা প্রকাশ করে রিলায়েন্স। এ ছাড়া রিলায়েন্স পেট্রোক্যামিকেল পরিশোধনক্ষমতা প্রায় দ্বিগুণ করায় চলতি বছর আম্বানির ৪০০ কোটি ডলার সম্পদ বেড়েছে।

কেন কমেছে জ্যাক ম্যার সম্পদ: চলতি বছর ১৪০ কোটি ডলার লোকসান করেছেন আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের এই মালিক। গত বৃহস্পতিবার দিন শেষে যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৪০০ কোটি ডলার।