Search
Close this search box.
Search
Close this search box.

ট্রাম্পকে আধাঘণ্টা বসিয়ে রেখেছিলেন পুতিন

putinযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে পুুতিন দেরিতে উপস্থিত হন বলে জানা গেছে। এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে আধাঘণ্টা বসিয়ে রাখেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুতিনকে বহনকারী বিমান ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে নির্ধারিত সময়ের আধাঘণ্টা পরে পৌঁছায়। ফলে পূর্বনির্ধারিত সময়ের আধাঘণ্টা পরে তিনি ট্রাম্পের সাথে বৈঠকে মিলিত হন। শুধু ট্রাম্পই নয়, এর আগেও কয়েকজন রাষ্ট্রনেতার সাথে বৈঠকে দেরিতে উপস্থিত হওয়ার নজির রয়েছে পুতিনের। এর আগে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ও পোপ ফ্রান্সিসের বৈঠকেও দেরিতে উপস্থিত হন পুতিন।

chardike-ad

২০১৪ সালে জার্মানের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সাথে বৈঠকে দেরি করেন তিনি। ওই বৈঠকে পুতিন কয়েক ঘণ্টা পরে উপস্থিত হন।

সোমবার হেলসিংকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় দুপুরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট প্রাসাদে দুই রাষ্ট্রনেতা বহুল প্রতিক্ষীত বৈঠকে বসেন।

বৈঠকের শুরুতে করমর্দন করেন তারা; তবে তাদের এই করমর্দন স্থায়ী ছিল মাত্র তিন সেকেন্ড। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, তিন সেকেন্ডের করমর্দনে দুই প্রেসিডেন্টকে চিন্তিত দেখায়। এমনকি তাদের মুখে হাসিও দেখা যায়নি।

সৌজন্যে- জাগো নিউজ