Search
Close this search box.
Search
Close this search box.

ইতালিতে বাংলাদেশি কিশোরী নিখোঁজ

bangladeshi-studentইতালির ব্রেসিয়ায় পাহাড় থেকে এক বাংলাদেশি কিশোরী নিখোঁজ হয়েছে। ব্রেসিয়া শহরের অদূরে একটি পাহাড়ে নিখোঁজের এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরী গাজী জান্নাতুল ইউসরা (১২) বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক।

জানা যায়, ১৯ জুলাই (বৃহস্পতিবার) স্কুল থেকে অটিস্টিক কিশোরী জান্নাতুল ইউসরাকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয় ব্রেসিয়া এলাকার ডি কারিয়া দেগে নামক পাহাড়ে। ওই দিন বেলা ১১টায় শিক্ষিকার হাত ছেড়ে দৌড়ে পাহাড়ের আঁকাবাঁকা পথে হারিয়ে যায়। সেই থেকে সে নিখোঁজ।

chardike-ad

গত পাঁচদিনেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজতে ইতালির পুলিশ, কারাবিনিয়ারি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পাহাড়ের গুহায় কাজ করা টেকনিশিয়ানসহ ৩০০ উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ কিশোরীর বাবা ব্রেসিয়ার বৃহত্তর ঢাকা সমিতি সভাপতি গাজী লিটন। দুই মেয়ে দুই ছেলের মধ্য ইউসরা সবার বড়। তাদের দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ।