Search
Close this search box.
Search
Close this search box.

১৯৪ রানের লক্ষ্য, তবু বিপদে ভারত

eng-indiaএজবাস্টন টেস্টে জয়ের জন্য ভারতের লক্ষ্যটা খুব বড় নয়, ১৯৪ রানের। তবে ইংল্যান্ডের বোলিংয়ে এই লক্ষ্য তাড়া করতে নেমেও বিপদে আছে বিরাট কোহলির দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় দিন শেষে ১১০ রান তুলতেই ৫ উইকেটে হারিয়ে ফেলেছে ভারত।

এর আগে ইশান্ত শর্মার বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ১৮০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। আট নাম্বারে নেমে স্যাম কুরান ৬৩ রানের এক ইনিংস খেলে না দিলে আরও কমেই থেমে যেত স্বাগতিকরা। ৬৫ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি আর ২টি ছক্কা হাঁকান কুরান। জনি বেয়ারস্টো ২৮ আর ডেভিড মালান করেন ২০ রান। ভারতের পক্ষে ৫১ রানে ৫টি উইকেট নেন পেসার ইশান্ত শর্মা। রবিচন্দ্রন অশ্বিন ৩টি এবং উমেশ যাদব নেন ২ উইকেট।

chardike-ad

sentbe-ad১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনে করলেও বিপদে পড়তে সময় লাগেনি ভারতের। মুরালি বিজয় আর শেখর ধাওয়ানের ১৯ রানের উদ্বোধনী জুটিটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। বিজয়কে তিনি ফেরান ৬ রানে। এরপর ১৩ রান করা ধাওয়ানকে উইকেটের পেছনে ক্যাচ বানান ব্রড। ২২ রানেই ২ উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত  তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১১০ রান করেছে ভারত।

জয়ের জন্যে আরো ৮৪ রান দরকার ভারতের। হাতে রয়েছে ৫ উইকেট।