Search
Close this search box.
Search
Close this search box.

এবার যৌথ সামরিক মহড়ায় ভারত-পাকিস্তান

india-pakistan-armyরাশিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তান ও ভারতের সেনারা। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

সাংহাই সহযোগিতা পরিষদের অধীনে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং চীন, রাশিয়াসহ সদস্য দেশগুলোর সেনারা অংশ নিচ্ছে। গত শুক্রবার রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের ২৫৫ কম্বাইন্ড আর্মস রেঞ্জের চেবারকুলে মহড়া শুরু হয়েছে। এর নাম দেয়া হয়েছে পিস মিশন ২০১৮।

chardike-ad

মহড়া সম্পর্কে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, “আন্তর্জাতিক কোনো মহড়ায় পাকিস্তান অংশ নিলে সে মহড়ায় কখনো ভারতের সেনারা অংশ নেয় নি। তবে জাতিসংঘ শান্তি মিশনে দু দেশের সেনারা একসঙ্গে অংশ নিয়েছে।”

চলতি মহড়ার কয়েকদিন আগে পাকিস্তান ও রাশিয়া একটি চুক্তিতে সই করেছে যে চুক্তির অধীনে পাকিস্তান সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা রাশিয়ায় প্রশিক্ষণ নিতে পারবেন। তার আগে আমেরিকা পাকিস্তানের সেনাদের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করে। সেই শূণ্যস্থান পূরণে মূলত রাশিয়া এগিয়ে আসে।

সূত্র- পার্সটুডে