Search
Close this search box.
Search
Close this search box.

hockey-pk-bdপ্রথম মিনিটেই গোল পাকিস্তানের। বাংলাদেশ শিবিরে বড় শঙ্কাই তৈরি হয়েছিল-না জানি এশিয়ান গেমস হকির শেষ গ্রুপ ম্যাচে বড় ধরণের লজ্জায়ই পড়তে হয়। না, ইমান গোবিনাথনের দলকে পাকিস্তান বেশি গোল দিতে পারেনি। বিশ্ব হকির অন্যতম পরাশক্তি দলটির কাছে বাংলাদেশ হেরেছে ৫ গোলে।

প্রথম চার ম্যাচের ফলই বাংলাদেশের গ্রুপে ৩ নম্বর হওয়া নিশ্চিত করেছিল। পাকিস্তানের বিরুদ্ধে কেবল জয়ই নয়, বিশাল জয় বাংলাদেশকে তুলতো সেমিফাইনালে; সে সমীকরণ ছিল কঠিন। বাংলাদেশের মাথায় অবশ্য সে চিন্তা ছিল না বাস্তব কারণেই।

chardike-ad

bangladesh-hockey

বাংলাদেশের লক্ষ্য ছিল যত কম গোল খাওয়া যায়। বলা যায়, সে লক্ষ্যে তারা সফলই হয়েছে। হকিতে পাকিস্তানের মতো দলের কাছে ৫ গোলের হার কোনো বিপর্যয় নয়। পাকিস্তানের ৫ গোলের দুটি করে করেছেন আতিক মুহম্মদ ও আলি মুবাস্বর। একটি গোল করেছেন শান আলী।

গ্রুপে তৃতীয় হওয়ায় প্রথম লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। এখন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ জিতলে সেটা হবে বাড়তি পাওয়া। ১ সেপ্টেম্বর যে ম্যাচে প্রতিপক্ষ জাপান।