Search
Close this search box.
Search
Close this search box.

পুতিনের ‘দাওয়াত’ পেলেন উত্তর কোরিয়া প্রেসিডেন্ট

putin

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি আলোচিত হওয়া এ আমন্ত্রণ এবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো।  সোমবার রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ জানান, চিঠির মাধ্যমে উত্তর কোরিয়া প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে পুতিন।

chardike-ad

তবে এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করেনি ক্রেমলিন। উত্তর কোরিয়া প্রেসিডেন্ট রাশিয়া সফর করবেন কিনা তাও নিশ্চিত নয়।

এর আগে কিম জং-উনের রাশিয়া সফর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। গত সপ্তাহে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কিম জং উনের সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠক করেন স্পিকার ভ্যালেন্তিনা ম্যাতভিয়েনকো। পরে তিনি বলেন, কিম জং উন শান্তি চান। তিনি রাশিয়া সফর করতে প্রস্তুত। কূটনৈতিক চ্যানেলে তার সফরের তারিখ নির্ধারণ করা হবে। তবে কিম সফরের জন্য খুব বেশি দেরি করতে চান না।