ইপিএস কর্মীদের পুরস্কৃত করবে বাংলাদেশ দূতাবাস

দক্ষিণ কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ইপিএস কর্মীদের পুরস্কৃত করবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে চারটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত জানিয়েছে দূতাবাস। আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয় চারটি ক্যাটাগরিতে মোট ২০ জনকে এই পুরস্কার প্রদান করা হবে।

চারটি ক্যাটাগরি হলো সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী, একই কর্মস্থলে সর্বোচ্চ সময় অবস্থানকারী, কোরিয়ান সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত ইপিএস কর্মী এবং ই-৭ ভিসা প্রাপ্তির পর সর্বোচ্চ সময়কাল পর্যন্ত অবস্থানকারী ইপিএস কর্মী।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে [email protected] এই ইমেইলে আবেদন করতে বলা হয়েছে।

দক্ষিণ কোরিয়াভিত্তিক কয়েকটি সংগঠন ইপিএস কর্মীসহ বিভিন্ন পেশার কোরিয়া প্রবাসীদের এওয়ার্ড প্রদান করে আসছে।  এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাসের এই পদক্ষেপকে একটি ভাল পদক্ষেপ হিসেবে ধন্যবাদ জানিয়েছেন অনেক প্রবাসী।