Search
Close this search box.
Search
Close this search box.

‘মেসি এমনভাবে কাঁদছিলেন, যেন তার মা মারা গেছেন’

messiসেই দিনটায় মেসি খুব কেঁদেছিলেন। মাঠের মধ্যেও দেখা গেছে। তবে সবচেয়ে বেশি সেটা অনুভব করেছেন, ভেতরের মানুুষরা। কোন দিনে? কোপা আমেরিকার ফাইনাল হারের পর।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারের পর বিমর্ষ মেসিকে অনেকেই দেখেছেন। মনের দুঃখে অবসরও ঘোষণা করেছিলেন এই সুপারস্টার। পরে তাকে বুঝিয়ে শুনিয়ে ফেরানো হয়।

chardike-ad

এখানেই কি শেষ? না, আর্জেন্টিনার সাবেক এবং বর্তমান বার্সেলোনার ফিটনেস কোচ এলভিও পাওলোরোসো অবশেষে সবাইকে জানালেন, ওই হারের পর কতটা কষ্টে কেটেছে মেসির দিনগুলো।

আর্জেন্টাইন সুপারস্টারকে নাকি কয়েকদিন বাচ্চাদের মতো কাঁদতে দেখেছেন পাওলোরোসো। তিনি বলেন, ‘কোপা আমেরিকার পর ড্রেসিংরুমটা ছিল খুবই বেদনাদায়ক। তবে সবচেয়ে খারাপ অবস্থাটা যেন সামনে পড়ে ছিল। দুইদিন, বেশি বা কম হবে হয়তো, আমি স্টোর রুমে যাই এবং লিওকে সম্পূর্ণ একা বসে থাকতে দেখি। সে এমনভাবে কাঁদছিল, ঠিক যেমন একটি বাচ্চা তার মাকে হারিয়ে কাঁদে।’

পাওলোরোসো যোগ করেন, ‘সে ওই সময়টায় (কোপা আমেরিকার ফাইনালের পর) পাগলের মতো হয়ে গিয়েছিল। কেউই তাকে সান্ত্বনা দিতে পারছিল না। আমি তাকে গিয়ে জড়িয়ে ধরি এবং একসঙ্গে ওয়াইন ভাগাভাগি করি।’