cosmetics-ad

কুয়েতে অসহায় প্রবাসীদের পাশে চট্টগ্রাম কমিউনিটি

kuwait

কুয়েতে অসহায় প্রবাসীদের কল্যাণে গঠিত হয়েছে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি। দেশটিতে বসবাসরত প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর রাত ৯টায় কুয়েত সিটির হিরজা রেস্টুরেন্টে এ সভা আয়োজিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুমের সভাপতিত্বে ও আবু তাহেরের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মো. আফসার উদ্দিন। এছাড়া প্রধান উদ্যোগী সামসুল হক, নুরুল আমিন, মোরশেদ, মোহাম্মদ কামাল হোসেন, ওমর ফারুক, মোরশেদুল আলম, মো. বেলাল, সুমন বড়ুয়া, জাহাঙ্গীর আলম, ওসমান গণি নুর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা সকলের সহযোগিতা কামনা করেন ও সম্মিলিত মতামতের মাধ্যমে সকলকে সংগঠিত করতে মত প্রকাশ করেন।