Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়া‍য় চলচ্চিত্র উৎসবে ‘আলতা বানু’

কানাডা ও ভারত সফরের পর এবার এশিয়ার দেশ উত্তর কোরিয়া সফরে যাচ্ছে জাকিয়া বারী মম ও আনিসুর রহমান মিলন অভিনীত ‘আলতা বানু’ ছবিটি। সে দেশের ‘পিয়ং ইয়ং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হবে ছবিটি। উৎসবটি শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

chardike-ad

ফরিদুর রেজা সাগরের কাহিনি ও বৃন্দাবন দাসের সংলাপে ‘আলতা বানু’ পরিচালনা করেছেন অরুন চৌধুরী। এটি তার নির্মিত প্রথম ছবি। ‘পিয়ং ইয়ং ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটি প্রদর্শনের খবরে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘এশিয়ার বড় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আলতা বানু’ দেখানো হবে। বিষয়টা অনেক আনন্দ ও গর্বের। আশা করি, উৎসবে ছবিটি দর্শকের মনোযোগ কাড়বে।’

sentbe-ad‘আলতা বানু’র কোরিয়া সফরের খবরে খুশি ছবির নায়িকা জাকিয়া বারী মমও। অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি ছবি। মুক্তির পর থেকেই ছবি নিয়ে দেশ-বিদেশের অসংখ্য দর্শকের সাড়া পেয়েছি। বাস্তব জীবনের ছায়া আছে এ ছবির গল্পে। ‘পিয়ং ইয়ং ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে জেনে খুবই ভালো লাগছে।’

‘আলতা বানু’র এটি তৃতীয় বিদেশ সফর। এর আগে ‘টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং কলকাতার নন্দনে আয়োজিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ছবিটি প্রদর্শিত হয়েছিল। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার পর গত ২০ এপ্রিল ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে ১৮ মে আপলোড করা হয় ইউটিউবেও।