cosmetics-ad

আমিরাতে বাংলাদেশি নারীর আত্মহত্যা

suicide

সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক প্রবাসী বাংলাদেশি নারী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। ওই নারীর বয়স ৪০ বছর হবে বলে প্রবাসীরা জানান। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

ওই নারী শারজার খোরফুকানে আল বারদি এলাকায় একটি বাসায় বসবাস করতেন। সঙ্গে আরও বাংলাদেশি থাকতো বলে জানা গেছে। মরদেহ ঝুলতে দেখে তার রুমমেটরা স্থানীয় পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ এসে তথ্যপ্রমাণ ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করে নিয়ে গেছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে প্রশাসন থেকে বলা হয়েছে।

বর্তমানে ওই নারীর মরদেহ তদন্তের জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ঘটনার আগে নারীর সঙ্গে ছিলেন এমন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আত্মহত্যার কারণ অনুসন্ধানের জন্য পুলিশ তদন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।