Search
Close this search box.
Search
Close this search box.

চীনের ‘অন-অ্যারাইভাল’ ভিসা পাবে বাংলাদেশিরা

china৩ দিনের সফরে গত বৃহস্পতিবার বাংলাদেশে আসেন ঝাও কেঝি। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ বছর চীন থেকে বাংলাদেশে এটি সর্বোচ্চ পর্যায়ের সফর।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বাংলাদেশিদের অন-অ্যারাইভাল ভিসা দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন চীনের জননিরাপত্তা বিষয়কমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ঝাও কেঝি।

chardike-ad

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সব নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার কথা বলেছে। আমাদের ট্যুরিস্ট, ব্যবসায়ী যদি সময়ের অভাবে ভিসা না নিয়ে যেতে পারেন তাহলে সেখানে গেলে তাদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে।

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রনায়ের সভাকক্ষে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। দু’ঘণ্টাব্যাপী বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ও চীনের মন্ত্রীর নেতৃত্বে ২৪ সদস্য বিশিষ্ট দল অংশ নেন।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষর হয়। এরমধ্যে দুটি চুক্তির আওতায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করবে চীন। এ ছাড়া সাইবার ক্রাইম প্রতিরোধে বাংলাদেশকে প্রযুক্তিগত ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে দেশটি।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে দেশটিকে চাপ প্রয়োগ করার আশ্বাস দিয়েছে চীন। তারা মনে করেন, এরা (রোহিঙ্গা) খুব শিগগিরই ফিরে যাবে। এবং তারা এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে রয়েছেন।

গত বৃহস্পতিবার ৩ দিনের সফরে বাংলাদেশে আসেন ঝাও কেঝি। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ বছর চীন থেকে বাংলাদেশে এটি সর্বোচ্চ পর্যায়ের সফর।