Search
Close this search box.
Search
Close this search box.

সৌদির আকাশে ১৮ হাজার ফুট উপরে পাইলটের ইসলাম ধর্ম গ্রহণ

pilot-islamঅ্যামালো নামের এক ব্রাজিলিয়ান পাইলট ভূমি থেকে ১৮ হাজার ফুট উপরে বিমানে থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেসময় তিনি কোন বিমান চালাচ্ছিলেন তা জানা যায়নি। তবে একটি আরবীয় সংবাদমাধ্যমে জানা যায়, সেসময় বিমানটি ভূমি থেকে ১৮ হাজার ফুট উপরে ছিল। সেই মূহুর্তটি ভিডিও করেন তার সহকারী পাইলট। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ আলোচনার জন্ম দেয়।

বিভিন্ন সময়েই বিভিন্ন ধর্মের অনুসারীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তবে এক ব্রাজিলিয়ান পাইলট ইসলাম ধর্ম গ্রহণ করে আরব বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছেন।

chardike-ad

সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম রাশিয়া টুডে (আরটি) জানায়, তালুকা যাবার পথে বিমানটি সৌদি আরবের উপর থাকাকালে অ্যামালো কালিমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেন। এ সময় তাকে স্বাগত জানান সহকারী পাইলট। জানা গেছে অ্যামালোর সহকারী ওই পাইলট একজন মুসলিম ছিলেন। ইসলাম গ্রহণের সময় তিনিই বিমানের নিয়ন্ত্রণ করছিলেন।