Search
Close this search box.
Search
Close this search box.

দুই কোরিয়া এক হওয়ার ভিত্তি প্রস্তর স্থাপিত হলো

korea-trainবিভক্ত কোরিয়া এক হওয়ার ভিত্তি প্রস্তর স্থাপিত হলো দুই কোরিয়ার যৌথ রেলওয়ে প্রকল্পের উদ্বোধনের মধ্যে দিয়ে। বুধবার পূর্ব উপকুলে এক অনুষ্ঠানে এ ঘোষণা আসে।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লি ডো হুন বলেন, যৌথ রেইলরোড লিংক প্রকল্পের এই উদ্বোধন মানে এর কাজ হতে আর কোনো বাধা থাকছে না।

chardike-ad

Ajou Institute of Unification এর গবেষক অধ্যাপক জুং দায়ে জিন বলেন, এই ঘোষণার মধ্যে দিয়ে উত্তর ও দক্ষিন কোরিয়ার মধ্যে যৌথ কাজকর্ম শুরুর সবুজ সংকেত আসলো।

একটি বিশেষ ট্রেনে ১০০ দক্ষিন কোরিয়ান কর্মকর্তা রাজনীতিক ও কোরিয়া যুদ্ধে পৃথক হওয়া পরিবারের সদস্যদের বহন করে সীমান্ত শহর কায়েসং এর প্যানমুন স্টেশনে নেয়া হয় এই অণুষ্ঠান উপলক্ষ্যে।

সৌজন্যে- ভয়েজ অব আমেরিকা