সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের ঘরভাড়া অথবা আশ্রয় দিলে এক লাখ দিরহাম জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হবে প্রায় ২৩ লাখ টাকা। আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এবং সিটিজেনশিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
তাদের দেয়া বার্তায় বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ‘আপনার স্থিতি সংশোধন করে নিজেকে সুরক্ষিত করুণ’ উদ্যোগটি বাস্তবায়নে গত পাঁচমাসের সময় প্রদান করেছিল। যাতে কোনোরকম জরিমানা বা আইনি সমস্যা ছাড়া ভিসা ঠিক করার সুযোগ ছিল বা স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যাওয়ারও সুযোগ ছিল। এখন সারাদেশে সাঁড়াশি অভিযান চালানো হবে এবং আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
এ ছাড়া পূর্বের আইন অনুযায়ী অবৈধ অভিবাসীদের কাজ দিলে কোম্পানির ৫০ হাজার দিরহাম জরিমানা বহাল রয়েছে। বার্তাটিতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা লোক চাই বলে বিজ্ঞপ্তি দেয় তাদেরকেও নজরদারিতে রাখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৮ অবৈধ অভিবাসীদের জন্য পাঁচ মাসের বিরল সুযোগ দিলেও অনেকে বৈধ হয়নি। সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর এখন সরকার কঠোর অবস্থান নিয়েছে।
লেখক- মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সৌজন্যে- জাগো নিউজ