cosmetics-ad

ইরাকে বাংলাদেশি যুবকের মৃত্যু

irak-ariful

ইরাকের বসরায় মোহাম্মদ আরিফুল ইসলাম নামে (২৮) এক বাংলাদেশি যুবক মারা গেছেন। শুক্রবার রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতের বাবার নাম আব্দুল রহিম। তার বাড়ি ময়মনসিংহ জেলার খাগাতি ঈদগাহ গ্রাম। মরদেহ ময়নাতদন্তের পর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে নিহতের বড় ভাই কাতার প্রবাসী মোহাম্মদ রাকিবুল ইসলাম ধারণা করছেন, শুক্রবার রাত ১২টার দিকে বৈদ্যুতিক শক সার্কিট থেকে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হননি।