Search
Close this search box.
Search
Close this search box.

ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত

indian-bimanভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ৩২২ কিলোমিটার দূরে কুশিনগর নামক এলাকায় ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হলেও ভেতর থেকে সফলবাবে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলট। রুটিন মিশনের অংশ হিসেবে উত্তর প্রদেশের গোরাখপুরে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

chardike-ad

এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বরে দেশটির রাজস্থান রাজ্যের জোধপুরের বানাদ অঞ্চলে মিগ-২৭ বিমান বিধ্বস্তের পর এই ঘটনা ঘটলো।