Search
Close this search box.
Search
Close this search box.

saudi-panismentপাকিস্তানি এক নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ইয়েমেনের চার নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি আরব। রোববার ওই চার ইয়েমেনির শিরশ্ছেদ করা হয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি বলছে, একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন ওই পাকিস্তানি। অভিযুক্ত চার ইয়েমেনি ডাকাতির পর পাকিস্তানি ওই নাগরিককে হত্যা করে। মক্কায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

chardike-ad

সৌদি কর্তৃপক্ষের তথ্য বলছে, দেশটিতে চলতি বছরের প্রথম মাসেই এখন পর্যন্ত অন্তত ২০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। গত বছর সৌদিতে কমপক্ষে ১২০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিশ্বে শিরশ্ছেদের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম একটি অতি-রক্ষণশীল সৌদি আরব। দেশটিতে সন্ত্রাসবাদ, খুন, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

সূত্র: এএফপি