Search
Close this search box.
Search
Close this search box.

সেবার মানে আবারো বিশ্বসেরা ইনচন বিমানবন্দর

অনলাইন প্রতিবেদক, সিউল, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪:

সেবার মান বিচারে কোরিয়ার ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ২০১৩ সালে আবারও বিশ্বের সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। এ নিয়ে টানা ৯ বছর বিমানবন্দরটি এ সুনাম ধরে রাখলো। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী ১৮০০ বিমানবন্দরের সেবা মান বিচার করে প্রতি বছর এ খেতাব প্রদান করে।

chardike-ad

Incheon-International-Airport

বার্ষিক আড়াই কোটিরও বেশী যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। সে হিসেবে ইনচন এয়ারপোর্টটি ছিল ‘বৃহৎ’ আকারের ক্যাটাগরিতে। কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয় এমন স্বীকৃতির নেপথ্য কারণ হিসেবে দেখছে বিমানবন্দরটির সেলফ চেক-ইন ও স্বয়ংক্রিয় ইমিগ্রেশন চেকপয়েন্টকে যেগুলো যাত্রীদের ‘প্রোসেসিং টাইম’ উল্লেখযোগ্যহারে হ্রাস করেছে। ইনচন বিমানবন্দরে এখন উড্ডয়নে গড়ে ১৯ মিনিট ও অবতরণে ১১ মিনিট সময় লাগে যা বিশ্বব্যাপী এয়ারপোর্টগুলোর তুলনায় তিন গুণেরও বেশী দ্রুত।

এছাড়া ‘মধ্যম’ আকারের তালিকায় সেবার মানে শীর্ষস্থান দখল করেছে আরও একটি কোরিয়ান বিমানবন্দর গিম্পো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।