Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে বাংলাদেশি যুবকের ১০ বছর কারাদণ্ড

lawভুয়া পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করার দায়ে বাংলাদেশি এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২০১৪ সালে ওই যুবক সকল পাসপোর্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের কলকাতায় যান। তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্তকারী শাখা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৪ সালে বাংলাদেশি ওই যুবক পাসপোর্ট নকল করে কলকাতায় প্রবেশ করেন। পরে পুলিশের অপরাধ তদন্তকারী শাখা (সিআইডি) কলকাতার কসবা এলাকা থেকে তাকে আটক করে। জালিয়াতি ও অনুপ্রবেশসহ বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা করে সিআইডি

chardike-ad

সিআইডির করা সেই মামলায় গত বুধবার কলকাতার আলিপুরের একটি আদালত তাকে এই কারাদণ্ড দেন। আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইন্দ্রনীল অধিকারী বাংলাদেশি ওই যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাক।

আদালতের ওই রায়ের নির্দেশনায় বলা হয়েছে, কারাভোগ শেষ হলে বাংলাদেশি ওই যুবককে দেশে পাঠিয়ে দেয়া হবে। রায়ের পর থেকে আদালতের এই দণ্ডাদেশ বহাল হবে বলেও জানান আদালত। তবে ওই যুবকের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।