Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে চার বিএসএফ জওয়ান নিহত

maoist-attackভারতের ছত্তিশগড়ে বিদ্রোহীগোষ্ঠী মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার জওয়ানের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত দুই জওয়ান। বৃহস্পতিবার এ গোলাগুলির ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, ছত্তিশগড়ের কানকার জেলার মাহলা গ্রামের কাছে গহীন জঙ্গলে মাও বিদ্রোহীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই জঙ্গলে বিএসএফের ১১৪তম ব্যাটালিয়নের জওয়ানরা তল্লাশি অভিযান চালানোর সময় আক্রান্ত হন।

দেশটির সরকারি বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বিএসএফের উপ-মহাপরিদর্শক সুন্দর রাজ পি বলেন, ওই ঘটনায় বিএসএফের চার সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে মহাসমুন্দ ও রাজনন্দগাঁও আসনসহ কানকারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

chardike-ad