Search
Close this search box.
Search
Close this search box.

লেবাননে ক্রেন থেকে লোহা পড়ে প্রাণ গেল বাংলাদেশির

lebanon-mamunurলেবাননের জাহেলিতে ক্রেন থেকে ভারী লোহা পড়ে মামুনুর রশীদ (৩১) নামে এক প্রবাসী বাংলাদেশির অকাল মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মামুনুর রশীদ ফরিদপুরের নগরকান্দা থানার মাসুদ মোল্লার একমাত্র সন্তান।

মামুনুর রশীদ ও তার ভাগিনা মিরান হোসেন জাহেলিতে একসঙ্গে ‘দালাল’ নামে একটি ওয়ার্কশপে কাজ করতেন। মিরান হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কোম্পানিতে কর্মরত অবস্থায় ক্রেন থেকে ভারী লোহা পড়লে মারাত্মক জখম হন মামুনুর রশীদ। পরে সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে আছে।

২০১৭ সালে পরিবারের সুখ-শান্তি আর উজ্জ্বল ভবিষ্যতের আশায় কোম্পানি ভিসায় লেবাননে আসেন মামুনুর রশীদ। পরিবারে তার মা-বাবা ও স্ত্রীসহ তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে তার মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার বাবা বাংলাদেশ থেকে বৈরুত দূতাবাসের কাছে আকুল আবেদন জানিয়েছেন, মরদেহ যেন অতি দ্রুত বাংলাদেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।

সৌজন্যে- জাগো নিউজ

chardike-ad