ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অসংখ্য দেশে বহুবার উড়ে গিয়ে গান শুনিয়েছেন বাংলার নগর বাউল জেমস। অথচ কাছের দেশ মালয়েশিয়া গিয়ে আজও গাওয়া হয়নি তার! এমনটা ভাবা যায়?
তবে এবার সেই অবিশ্বাস্য ঘটনার ইতি ঘটছে। মহান মে দিবসে (১ মে) মালয়েশিয়া হাজির হচ্ছেন জেমস ও তার দল। সেখানে প্রবাসী শ্রমিকদের জন্য প্রথম মঞ্চে উঠবেন তিনি। এখন চলছে ঢাকা থেকে উড়াল দেওয়ার জোর প্রস্তুতি।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের দেশের অসংখ্য শ্রমিক ভাইয়েরা আছেন। বিশেষ এই দিনটিতে তাদের সঙ্গে আনন্দসময় কাটাবো আমরা। এটা অন্যরকম একটা ভালোলাগার বিষয়। আমাদের নগর বাউল টিমের ভিসা ও টিকিট প্রসেসিং চলছে। আশা করছি ৩০ এপ্রিল সে দেশে পৌঁছে যাবো।’
এদিকে মালয়েশিয়ায় এতকাল কেন যাওয়া হয়নি? এমন প্রশ্নের জবাবে রবিন বলেন, ‘না যাওয়ার পেছনে বড়সড় কোনও কারণ নেই। বহুবার যাওয়ার কথা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে আর হয়ে ওঠেনি। জেমস ভাই বরাবরই ঝামেলা এড়িয়ে চলা মানুষ। আয়োজক কিংবা ভিসা জটিলতার সম্ভাবনা তৈরি হলে তিনি সেদিকে পা বাড়ান না। তবে এবার আমরা যাবো নিশ্চয়ই।’
মে দিবস উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ এই কনসার্টের আয়োজন করছে মিস্টার প্রোডাকশন। আর কনসার্টটি হবে ১ মে বিকাল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত, কুয়ালালামপুরের ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্সের এইচএক্সসি গ্র্যান্ড বলরুমে।