Search
Close this search box.
Search
Close this search box.

Jongiরাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা। সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানার ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ভোরের দিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, সোমবার ভোরে বছিলার মেট্রো হাউজিংয়ের একটি বাড়ি জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে ফেলে র‍্যাব। এর কিছুক্ষণ পর ওই বাড়িটির ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিরাপদ দূরত্বে থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে, সকাল হলে অভিযান চালানো হবে।