Search
Close this search box.
Search
Close this search box.

আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

amirat-accidentসংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার (০৬ জুন) সন্ধ্যার দিকে দুবাইয়ে মোহাম্মদ বিন জায়েদ সড়কে (আল রাশিদিয়া) এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাসটিতে ৩১ জন যাত্রী ছিল। আহতদের দুবাই আল রশিদ হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের লেবার সচিব (শ্রম) ফকির মুহাম্মদ মনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে এখনো আমি অবগত নয়। আহত বা নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা বলতে পারছি না। পুলিশ নিহতদের বিষয়ে শিগগিরই জানাবে বলেও তিনি জানান।

Facebook
Twitter
LinkedIn
Email