Search
Close this search box.
Search
Close this search box.

মার্কিন সীমান্তে ৩৯২ বাংলাদেশী কিশোর আটক

us-borderযুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে যেসব দেশের অভিবাসীরা ঢুকে পড়ার চেষ্টা করছে তাদের মধ্যে বাংলাদেশীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে য়ে, সাম্প্রতিক দিনগুলোতে ৩৯২ বাংলাদেশী কিশোর আটক হয়েছে মার্কিন সীমান্তে। তাদের নানাভাভে পরীক্ষা করে দেখা হচ্ছে।

এমনি এক বাংলাদেশি তরুণের নাম আই. জে। গত অক্টোবরে সে বসে ছিল একজন দন্ত চিকিৎসকের দপ্তরে। ছেলেটি ভেবেছিল তার দাঁতের চিকিৎসা হবে। সেজন্য তার দাঁত পরীক্ষা করে দেখা হচ্ছে এবং বাস্তবেও সে তাই দেখল। চিকিৎসক তার দাঁত পরীক্ষা করলেন। তার দাঁত পরিষ্কার করলেন। এরপর গত জুলাইয়ে অবৈধভাবে মার্কিন সীমান্ত লঙ্ঘনের দায়ে তাকে যে কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছিল, সেখানেই আবার পাঠিয়ে দেয়া হলো।

লস অ্যানজেলেস টাইমসে গত রোববার প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করে, প্রকৃতপক্ষে ওই ছেলেটিকে দাঁতের চিকিৎসা করানোর জন্য নিয়ে আসা হয়নি। মার্কিন সরকার জানতে চেয়েছিল, আই.জে. নামের যে তরুণ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, তার বয়স তার দাবি অনুযায়ী সত্যিই ১৬ বছর নাকি সে একজন প্রাপ্তবয়স্ক।

সৌজন্যে- ইনকিলাব

Facebook
Twitter
LinkedIn
Email