Search
Close this search box.
Search
Close this search box.

মরগানের ব্যাটে রান পাহাড়ে ইংল্যান্ড

morganমাত্র ৭১ বলে ১৪৮ রানের ঝড়ো ইনিংস খেললেন অধিনায়ক ইয়ং মরগান। তাছাড়া ছক্কা হাঁকিয়ে নতুন এক রেকর্ডের মালিকও হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। বিশ্বকাপ তো বটেই, ওয়ানডে ক্রিকেট ইতিহাসেরই এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড গড়েছেন মরগান। আফগানিস্তানের বিপক্ষে ১৭ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাতে আফগানিস্তানের সামনে ৩৯৮ রানের বিশাল রানের পাহাড় দাঁড় করালো ইংল্যান্ড।

বিশ্বকাপের এবারের আসরে টিকে থাকার লক্ষ্যে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৯৭ রান করেছে ইংল্যান্ড। বিশ্বকাপে এটাই তাদের সর্বোচ্চ। মরগানের পাশাপাশি ৯৯ বলে ৯০ রান করে ফিরেন বেয়ারস্টো। ৮২ বলে ৮৮ রানের চমৎকার ইনিংস খেলেন রুট।

chardike-ad

ঝড় বয়ে গেছে রশিদ খানের ওপর দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে পেছনে ফেলে বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এখন তার। ৯ ওভারে ১১০ রান দিয়ে উইকেটশূন্য এই লেগ স্পিনার।