Search
Close this search box.
Search
Close this search box.

তীব্র গরমে অতিষ্ঠ জার্মানির জনজীবন

germanঅসহনীয় গরমে পুড়ছে পুরো ইউরোপ। এর মধ্যে ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামে আগামী দিনগুলোতে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

জার্মান আবহাওয়া বিভাগ বলছে, বুধবার দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যা হবে ১৯৪৭ সালের পর দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। সে বছর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে তাপমাত্রা দাঁড়িয়েছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

chardike-ad

এদিকে দেশটির নর্দান ভেস্টফালেন প্রদেশের কিছু স্কুলে গরমের কারণে ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত সোমবার থেকেই এই উচ্চ তাপমাত্রা শুরু হয়। মঙ্গলবার তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। জার্মানির অধিকাংশ বসতবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং ফ্যান না থাকায় অনেকেই এখন ফ্যান কিনতে বাধ্য হয়েছেন। খুব প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ বুধবার বাইরে তেমন বের হয়নি।

জার্মানির প্রকৃতিবাদী সংগঠনগুলো তাপমাত্রা বৃদ্ধির এ বিষয়টিকে পরিবেশের বিপর্যয় হিসেবেই দেখছেন এবং তেল, গ্যাস ও খনিজ কয়লা পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিকে দায়ী করছেন।