Search
Close this search box.
Search
Close this search box.
tamim
ফাইল ছবি

বিশ্বকাপে ছিলেন নিজের ছায়া হয়ে। শ্রীলঙ্কা সিরিজেও ছিলেন একই রকম। শেষ ম্যাচেও দ্রুতই ফিরলেন তামিম। ২৯৫ রানের লক্ষ নিয়ে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই রাজিথার অফস্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬ বল খেলে মাত্র ২ রান আসে তার ব্যাট থেকে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তামিমের দ্রুত বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ।

এর আগে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন ম্যাথিউস। এছাড়াও মেন্ডিস ৫৪, করুণারত্নে ৪৬, কুশল পেরেরা ৪২, শানাকা ৩০, সেহান ১৩ রান করে ফিরেন। বাংলাদেশের হয়ে সৌম্য, শফিউল ৩টি করে, রুবেল ও তাইজুল ১টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিশকা ফার্নান্ডো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।