Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে বুধবার ২লাখ টেক্সী ড্রাইভারের ধর্মঘট পালন

ডেস্ক রিপোর্টঃ গতকাল বুধবার কোরিয়ার প্রায় ২লাখ টেক্সী ড্রাইভার তেলের দাম কমানো এবং ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেছে।এসব দাবি মেনে নেওয়ার জন্য এদিন হাজার হাজার ড্রাইভার সিউল প্লাজার সামনে বিক্ষোভ এবং প্রতিবাদ র‍্যালী করেন। ড্রাইভার ইউনিয়ন নেতারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান। অন্যথায় অক্টোবরে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের ডাক এবং ডিসেম্বরে পুরো দেশে ধর্মঘট আহবানের হুমকি দেন।
গত কালকের ধর্মঘটে ভোগান্তির সম্মুখীন হন সাধারণ জনগণ। ভোগান্তি থেকে মুক্তি দিতে যোগাযোগ মন্ত্রণালয় সিউলে এদিন ২৫৫ শিফটের মাধ্যমে অতিরিক্ত ১ ঘন্টা সাবওয়ে চালু রাখে এবং অতিরিক্ত ৯৯৮টি বাস সরবরাহ করে।