Search
Close this search box.
Search
Close this search box.

kashmirগত ৪ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। জম্মু ও কাশ্মীর রাজ্যকে দ্বিখণ্ডিত করা হয়। জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়।

এরপর থেকেই কাশ্মীরে কঠোর কারফিউ জারি রয়েছে এবং ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রাখা হয়েছে। কাশ্মীরের শহর ও গ্রামে মোতায়েন রয়েছে হাজার হাজার সেনা। তবে কারফিউ থাকলেও সেখানে বিচ্ছিন্নভাবে বিক্ষোভের ঘটনা ঘটছে। নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদ কারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

chardike-ad

কতজন আহত হয়েছে এটা পরিস্কার নয়, কিন্তু আহত অনেকের সাথে কথা বলেছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। তাদের মনোভাব এখনও অটলই রয়েছে বলে তারা জানাচ্ছেন।

অন্যদিকে, সরকারিভাবে স্বীকার করা হয়েছে যে, ৩৭০ ধারা বাতিলের পর থেকে জন নিরাপত্তা আইনে (পিএসএ) এ পর্যন্ত ৪ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। উপত্যকার কারাগারগুলোতে আর জায়গা না থাকায় তাদের অনেককেই বিশেষ বিমানে করে কাশ্মীরের বাইরের রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে।