সৌদি আরবে দুই রুমমেটের হাতে এক বাংলাদেশি খুন হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল খারিজ শহরের আজিজিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আজিজিয়ার একটি বাংলাদেশি ভিলাতে একই রুমে ওই তিনজন থাকতেন। সন্ধ্যায় বাথরুমে প্রবেশ নিয়ে রুমমেটদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে দুজন মিলে একজনকে বাথরুমে ফেলে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় দুই হত্যকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হত্যার শিকার হওয়া লোকটির নাম-ঠিকানা বিস্তারিত জানা যায়নি।