Search
Close this search box.
Search
Close this search box.

ফেরীডুবির উদ্ধার কার্যক্রমে ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

সিউল, ২৭ এপ্রিল ২০১৪:

ফেরীডুবির উদ্ধার কার্যক্রমের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জং হুং উওন। বার্তাসংস্থা ইউনহাপ জানিয়েছে প্রেসিডেন্ট পার্ক পদত্যাগপত্র গ্রহণ করবেন কিনা তা প্রেসিডেন্ট অফিস থেকে এখনো কিছু জানা যায়নি।

chardike-ad

AEN20140427000751315_01_iপ্রধানমন্ত্রী জং আজ সকালে সিউলে পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন ‘ আমি ফেরিডুবি উদ্ধারকাজে ব্যর্থতার দ্বায় স্বীকার করছি। উদ্ধারকাজে দ্রুত এবং যথেষ্ট পদক্ষেপ নিতে আমরা ব্যর্থ হওয়ায় সবার কাছ থেকে ক্ষমা প্রার্থণা করছি।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইনছন থেকে দক্ষিণাঞ্চলের পর্যটন দ্বীপ জেজুতে যাওয়ার সময় ৪৭৬ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। এই ফেরীতে করে আনসান দাংউওন হাইস্কুলের ৩৭৫ জন ছাত্রছাত্রী এবং ১৪ জন শিক্ষক চারদিনের ট্যুরে জেজু যাচ্ছিল।