Search
Close this search box.
Search
Close this search box.

droug২৫ বোতল ফেনসিডিল পাওয়ার পর করা মামলায় মিন্টু (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার মো. সেলিম।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মিন্টু পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। দণ্ডপ্রাপ্ত মিন্টু গেন্ডারিয়ার করাতিতোলা ২৭/৩ এর মৃত রাজু মিয়ার ছেলে।

chardike-ad

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৭ মার্চ মতিঝিলে মিন্টুর কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন মুন্সী মতিঝিল থানায় মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা করেন।

একই বছরের ১২ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত ১৬ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে পাঁচজন সাক্ষ্য দেন।