লেবাননের ছাবরা সাথীলা এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঝরনা বেগম (৪২) নামে এক বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় তার মৃত্যু হয়। এই নারীকর্মী বাংলাদেশের সাভার উপজেলার কাউন্দিয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে। ঝরনা বেগমের মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে আছে।
জানা যায়, ঝরনা বেগম প্রায় ১০ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন যান। প্রতিদিনের মতো আজও কাজ থেকে বাসায় ফিরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ঝরনা বেগম। পরে হাসপাতালে নিলে চিকিৎসক জানান যে, অনেক আগেই হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
এদিকে তার মৃত্যুতে লেবাননের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। লেবাননে অবস্থানরত তার সন্তান আরিফ হোসেন বৈরুত দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছে, যেন তার মায়ের মরদেহ খুব অল্প সময়ে বাংলাদেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।