Search
Close this search box.
Search
Close this search box.

জিডিপিতে চীনের সাথে ব্যবধান বাড়ছে কোরিয়ার

সিউল, ১ মে ২০১৪:

গত এক দশকে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে (জিডিপি) চীনের সাথে দ. কোরিয়ার ব্যবধান বৃদ্ধি পেয়ে সাতগুণ হয়েছে। একই সময়ে জাপানের সাথে ব্যবধান প্রায় দুইগুণ কমেছে। ব্যাংক অব কোরিয়া সোমবার এসব তথ্য জানিয়েছে।

chardike-ad

20120813001397_0কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২০১৩ সালে চীনের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৯ হাজার ১শ’ ১৮ কোটি মার্কিন ডলার। বিপরীতে গেলো বছর কোরিয়ার জিডিপি রেকর্ড করা হয় ১ হাজার ৩শ’ কোটি মার্কিন ডলার। ২০০৩ সালে দ. কোরিয়ার জিডিপি ছিল চীনের ৪১ শতাংশ। তবে চীনের দ্রুত বর্ধমান অর্থনীতি দশককালে এ ব্যবধান প্রায় পাঁচগুণ বাড়িয়ে দিয়েছে।

ওদিকে ২০০৩ সালে কোরিয়ার তুলনায় জাপানের প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক তিন গুণ যা গেলো বছরের হিসেবে কমে হয়েছে সাড়ে চারগুণ।