Search
Close this search box.
Search
Close this search box.

নাইজেরিয়ায় বোমা হামলায় ১৬ জন নিহত

সিউল, ২ মে ২০১৪:

নাইজেরিয়ার রাজধানীর উপকন্ঠে একটি বাস স্টেশনে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে একই জায়গায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সর্বশেষ এ হামলার দায় দায়িত্ব কেউ স্বীকার না করলেও চরমপন্থী ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ গত পাঁচ বছরে জঙ্গি সংগঠনটির হামলায় হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে।

chardike-ad

_74594037_74594036_23132জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাঞ্জো এজিকিয়েল বলেন, আবুজার কেন্দ্রস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে নায়ানয়া বাস টার্মিনালে বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। জরুরি সংস্থার কর্মীরা আহতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

গত ১৪ এপ্রিল একই বাস স্টেশনে বোমা হামলা চালানো হয়। এতে ৭৫ জন নিহত হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বোকো হারামের নেতা আবু বাকার শেকুকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়ে বলেছে, তার গ্র“পই ১৪ এপ্রিল বোমা হামলা চালিয়েছে।