Search
Close this search box.
Search
Close this search box.

ইতালিতে ঘড়ির কাঁটা পরিবর্তন হচ্ছে

italy-timeইতালিতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হবে। বছরে দুবার দিবালোক সঞ্চয়ের কারণে সময়ের পরিবর্তন আনা হয়। ফলে একবার সামনে আরেকবার পেছনে এভাবে এক ঘণ্টা পরিবর্তন হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় আগামী ২৭ অক্টোবর স্থানীয় সময় রাত ৩টায় আরেকবার সময়ের পরিবর্তন করা হবে। স্থানীয় সময় যখন রাত ৩টা তখন ঘড়িতে হবে রাত ২টা। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

chardike-ad

ডিএসটি সময়ের পরিবর্তন ইউরোপের কিছু দেশসহ আরও কয়েকটি দেশে সময় পরিবর্তন হয়। ইতালির সময়ের পরিবর্তনের ফলে ২৭ অক্টোবর রাত ২টার পর থেকে বাংলাদেশের সঙ্গে ইতালির সময়ের ব্যবধান হবে ৫ ঘণ্টা।

সূত্রে জানা গেছে, বিশ্বের ৪০টি দেশ ডিএসটি ব্যবহার কর। এর মধ্যে কিছু দেশ সন্ধ্যায় প্রাকৃতিক দিবালোক আরও ভালোভাবে ব্যবহার করতে এটির ব্যবহার করে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকা অঞ্চলে আলোর পার্থক্য সবচেয়ে বেশি লক্ষণীয়।