Search
Close this search box.
Search
Close this search box.

ফেরী দূর্ঘটনা, আরো পাঁচটি লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৭৬

সিউল, ২ মে ২০১৪:

দক্ষিণ কোরিয়ায় ১৬ এপ্রিলের ফেরী দূর্ঘটনায় নিখোঁজদের মধ্য থেকে আজ শুক্রবার আরো পাঁচটি লাশ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ২২৬এ। এখনো নিখোঁজের সংখ্যা ৭৬জন। ক্রমান্বয়ে নিখোঁজদের উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়ছে। আজ সকালে দূর্ঘটনাস্থলের প্রায় ৪ কিলোমিটার দূর থেকে একজনকে উদ্ধার করা হয়।

chardike-ad

দূর্ঘটনার দিন ১৭৪জনকে জীবিত উদ্ধার করা হয়। পরের দিন ১৭ এপ্রিল থেকে একজনকেও জীবিত উদ্ধার করা যায়নি।

PYH2014050103470005400_P2

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইনছন থেকে দক্ষিণাঞ্চলের পর্যটন দ্বীপ জেজুতে যাওয়ার সময় ৪৭৬ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। এই ফেরীতে করে আনসান দাংউওন হাইস্কুলের ৩৭৫ জন ছাত্রছাত্রী এবং ১৪ জন শিক্ষক চারদিনের ট্যুরে জেজু যাচ্ছিল।