শিগগিরই গ্যালাক্সি আলফা স্মার্টফোনের উৎপাদন বন্ধ করবে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি স্যামসাং। চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসা এ ডিভাইসটির উৎপাদন বন্ধ করে গ্যালাক্সি এ সিরিজের কম দামের স্মার্টফোন উৎপাদন এবং সরবরাহের ওপর বেশি গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত শুক্রবার কোরিয়াভিত্তিক সংবাদ মাধ্যম ইটি নিউজের এক প্রতিবেদনে খবরটি দেয়া হয়। খবর এনডিটিভি।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ইটি নিউজ জানায়, বেশি দামের গ্যালাক্সি আলফার পরিবর্তে মাঝারি দামের গ্যালাক্সি এ৫ স্মার্টফোন নিয়ে বাজারে মন্দাভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে স্যামসাং। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে উন্মুক্ত করা হলেও প্রতিষ্ঠানটির গ্যালাক্সি আলফা ডিভাইসটি ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজারে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। ধারণা করা হচ্ছে, এ কারণেই উন্মোচনের অল্প কিছুদিনের মধ্যেই উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সময় বৈশ্বিক স্মার্টফোনের বাজার উল্লেখযোগ্য হারে প্রসার লাভ করেছে। ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজারে দামি ডিভাইসগুলোর সঙ্গে টেক্কা দিয়ে বাজার দখলে এগিয়ে যাচ্ছে তুলনামূলক কম দামের ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ কারণে সংশ্লিষ্ট খাতে ধারাবাহিকভাবে লোকসানের সম্মুখীন হয়ে আসছে স্যামসাংসহ একাধিক শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি। আকর্ষণীয় নকশার গ্যালাক্সি আলফা বন্ধের এটিও একটি অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইটি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এখনো গ্যালাক্সি আলফা ডিভাইসটির উৎপাদন অব্যাহত রেখেছে স্যামসাং। বিশ্বব্যাপী গ্রাহক চাহিদা পর্যালোচনা করে শিগগিরই এটির উৎপাদন বন্ধে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। স্যামসাং মূলত মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইফোনের পরবর্তী সংস্করণ আইফোন সিক্স এবং সিক্স প্লাসের সঙ্গে টেক্কা দিতে একই সময় গ্যালাক্সি আলফা উন্মোচন করে।



































