বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন
শেয়ার

নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা


Women Cricket team with Indian High

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৫ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার ইন্ডিয়া হাউসে হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশ ইতিহাস, ভূগোল, ভাষা ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে গভীর সম্পর্ক ভাগাভাগি করে। এ সম্পর্কের অন্যতম বন্ধন ক্রিকেটের প্রতি ভালোবাসা। নারী ক্রিকেটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের নারী ক্রিকেট দলগুলো দারুণভাবে এগিয়ে যাচ্ছে। তারা আবেগ, নিষ্ঠা ও উচ্চমানের ক্রিকেট খেলে নিজেদের দেশকে গর্বিত করছে।

Women Cricket team with Indian High 2

প্রণয় ভার্মা নারী ক্রিকেট দলকে নারী ক্ষমতায়ন ও যুবশক্তির প্রতীক হিসেবে অভিহিত করে আশা প্রকাশ করেন, তারা বাংলাদেশের প্রতিটি কন্যাশিশুকে স্বপ্নপূরণের অনুপ্রেরণা জোগাবে। তিনি বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন এবং বিশ্বকাপে নতুন উচ্চতায় পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

নারী ক্রিকেট দলের সদস্যরা ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রথম বাংলাদেশি নারী হিসেবে কোনো আইসিসি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া শাথিরা জাকির জেসি।

উল্লেখ্য, আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে এবং ২ নভেম্বর পর্যন্ত চলবে। ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাও এ আসরের যৌথ আয়োজক দেশ।