Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের ক্রিকেটের জন্য সুসংবাদ

bangladesh_teamআইসিসির বার্ষিক সভায় বাংলাদেশের ক্রিকেট পেল বড় সুসংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট কাঠামো চূড়ান্ত হওয়ার পথে। সেখানে ‘অপশন সি’ পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের মতো দলগুলো লাভবান হবে। মানে, সিরিজ আয়োজনের ক্ষেত্রে ‘বড়-ছোট’ দলের ভেদাভেদ থাকছে না! আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান ফরম্যাটই যাচ্ছে পাল্টে।

‘অপশন সি’ পরিকল্পনায় কী থাকছে? দ্বিপাক্ষিক সিরিজের ভাবনায় বড়সড় রদবদল এনেছে আইসিসি। হোম ও অ্যাওয়ের ভিত্তিতে এতদিন যেভাবে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হতো। এখন থেকে সেভাবে আর সিরিজ আয়োজিত হবে না।

chardike-ad

দ্বিপক্ষীয় সিরিজের পরিবর্তে লিগ-ভিত্তিক খেলা হবে। সেটা হলে বাংলাদেশের মতো দলকে আমন্ত্রণ জানাতে বাধ্য হবে অস্ট্রেলিয়া-ভারত-ইংল্যান্ডের মতো দলগুলো। বাধ্য হবে সফর করতেও। লিগ পদ্ধতি চালু হলে চার বছরের মেয়াদে সব কটি দল বাধ্য থাকবে একে অপরের বিপক্ষে কমপক্ষে একটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলতে।