লেবাননে সড়ক দুর্ঘটনায় সেলিম মিয়া ও মো. ফয়সাল নামে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা আছে। মঙ্গলবার (৯ জুন) বৈরুত বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিমের ছোট বোন লেবানন প্রবাসী হ্যাপি আক্তার জানান, বড় ভাই সেলিম মিয়া আট বছর আগে লেবাননে আসেন। পরে তিনি তার আরও দুই ভাই ও এক বোনকেও লেবানন নিয়ে আসেন। সেলিম থাকতেন শাম্মুন এলাকায়। কাজ করতেন একটি ছাপাখানায়। ছোট ভাই ফয়সল দীর্ঘদিন ধরে বেকার ছিল।
তিনি জানান, ছোট ভাই ফয়সলের জন্য একটি কাজ জোগাড়ের পর দুই ভাই একসাথে মোটরসাইকেলযোগে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় কাজের গন্তব্যে যাচ্ছিলেন। পথে বৈরুত বিমানবন্দরের কাছে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হলে দুজনই মারা যান।
বড় ভাই সেলিম মিয়া আল জাহারা হাসপাতালে ও ছোট ভাই রাসুল আল আজম হাসপাতালে মারা যান। তবে তারা কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তাদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দোলেশ্বর গ্রামে। বাবার নাম মরহুম মফিজুর রহমান।








































