
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের মূল্যবোধই বর্তমান ও আগামী দিনের রাজনীতির ভিত্তি হবে।” শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ রাজনৈতিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
‘৭১ আর ২৪’ শীর্ষক পোস্টে নাহিদ বলেন, “যারা আবার একাত্তরের মেরুকরণে ফিরতে চাইছে, তারা চব্বিশের নতুন রাজনৈতিক বাস্তবতাকেই অস্বীকার করছে। অনেক রাজনৈতিক দল চব্বিশের গণআন্দোলনে অংশ নিয়ে নিজেদের অতীত ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়েছে। কিন্তু এখন যদি আমরা আবার পুরনো বিভাজনের পথে হাঁটি, তবে সেই প্রায়শ্চিত্তের কোনো মূল্য থাকবে না।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “পুরনো সেই বিভাজনের রাজনীতি ফিরিয়ে আনার সুযোগ আমরা দিতে পারি না। এখন সময় নতুন ভিত্তির ওপর রাজনীতিকে পুনর্গঠনের।”
নাহিদ ইসলাম দাবি করেন, চব্বিশের গণঅভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একাত্তরের স্বপ্ন—সমতা, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারেরই নতুন বাস্তবায়ন। তার ভাষায়, “একাত্তরে ‘মুজিববাদ’ যখন ভারতীয় বয়ান ঢুকিয়ে আমাদের জাতীয় স্বার্থকে দুর্বল করেছিল, তখন চব্বিশের আন্দোলন সেই সার্বভৌমত্ব পুনরুদ্ধারের সংগ্রাম ছিল।”
তিনি আরও বলেন, “চব্বিশ ছিল স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ গণজাগরণ। এটি একটি সমঅধিকারভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিশ্রুতি বহন করে।”
নাহিদ ইসলাম বলেন, “চব্বিশের পর আমরা এক নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছি। এখন যারা ‘একাত্তরের পক্ষে বা বিপক্ষ’ বিভাজনের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে, তারা আসলে নতুন রাজনীতিকে ধ্বংস করতে চায়। আমরা চব্বিশ থেকে শুরু করতে চাই, যেখানে গণঅভ্যুত্থানের মূল্যবোধ হবে রাজনৈতিক সংস্কৃতির মূল ভিত্তি।”
তিনি বলেন, এখনকার প্রজন্ম সেই একাত্তরের গণ্ডি পেরিয়ে এসেছে। “একাত্তরের পক্ষ-বিপক্ষ এখন আর রাজনৈতিক মাপকাঠি হতে পারে না। একাত্তর থাকবে ইতিহাসের গৌরবময় অধ্যায় হিসেবে, কিন্তু তা আর বর্তমান রাজনীতির হাতিয়ার হতে পারে না,” বলেন তিনি।
চব্বিশের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “এটি কোনো প্রতিশোধের লড়াই ছিল না। বরং এটি ছিল জাতীয় ঐক্য, সহানুভূতি ও সমবায়ের ভিত্তিতে গড়ে ওঠা একটি বৃহৎ সামাজিক আন্দোলন। যারা এই আন্দোলনকে প্রতিহিংসার রূপ দিতে চায়, তারা চব্বিশের মূল চেতনাকেই বিকৃত করছে।”








































