রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যাবে জামায়াতের একটি প্রতিনিধি দল।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে এই প্রতিনিধি দল সেখানে যাবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ।
চোখের চিকিৎসা করিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর মির্জা ফখরুল আবারও অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মির্জা ফখরুল গুলশানে একটি বৈঠকে অংশ নেন রাত ১১টা পর্যন্ত। বৈঠক শেষে অসুস্থতা দেখা দিলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।






































