বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৭ অগাস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শেয়ার

‘বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস কোথায় পায় প্রশাসন’


Sarjis-Alam
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যৌক্তিক দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথায় পায়, সেই জবাব তাদের দিতে হবে।”

তিনি আরও বলেন, “যেকোনো যৌক্তিক দাবি এবং সব ধরনের কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় জারি থাকবে।”

সারজিস আলম শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে পুলিশের হামলার ঘটনায় জড়িতদের ধিক্কার জানান।